ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রেকর্ডের সঙ্গে লাইভও হতে পারে মুজিববর্ষের অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
রেকর্ডের সঙ্গে লাইভও হতে পারে মুজিববর্ষের অনুষ্ঠান

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি হচ্ছে না। পাশাপাশি আসতে পারে অনুষ্ঠান সূচির পরিবর্তন। তবে অনুষ্ঠানটি রেকর্ডের পাশাপাশি লাইভ হতে পারে। যা টেলিভিশন, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ ও দেশের বাইরে অবস্থানরতরা উপভোগ করতে পারবেন।তবে অনুষ্ঠানের বিষয়ে এখনই সবকিছু বলা যাচ্ছে না, আরও দু’এক দিন অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মুজববর্ষ বাস্তবায়ন আন্তর্জাতিক উপ-কমিটির সভাশেষে এ কথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

কামাল আব্দুল নাসের চোধুরী বলেন, মুজিববর্ষের অনুষ্ঠান ছোট না এটা ব্যাপক।

কারণ আমরা দেশ ও দেশের বাইরের সবমানুষকে একত্রে অনুষ্ঠানে সংযোগ করবো। এটা টেলিভিশনসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে। ১৭ মার্চ জাতির জনকের জন্মক্ষণ রাত ৮টায় আতশবাজি, মিষ্টি বিতরণসহ আনন্দ করবো আমরা। ভবনগুলোতে আলোকসজ্জা করা হবে, স্কুলগুলোতে মিষ্টি বিতরণ করা হবে।

তিনি বলেন, আমাদের অনুষ্ঠান সূচি পরিবর্তন করা হচ্ছে। প্যারেড স্কোয়ারের পরিবর্তে অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে। অনুষ্ঠানটি রেকর্ড হতে পারে আবার কিছুটা লাইভ হতে পারে। আমাদের অনুষ্ঠানটি দেড় থেকে দুইঘণ্টা হতে পারে। তবে এখনই সবকিছু বলা যাচ্ছে না, এজন্য আরও দু’এক দিন অপেক্ষা করতে হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী ছাড়াও থাকবে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, শেখ রেহানার শুভেচ্ছা বক্তব্য, শতশিশুর জাতীয় সঙ্গীত, দেশীয় শতশিল্পীর পরিবেশনাসহ সাংস্কৃতি অনুষ্ঠান। থাকবে আকরাম খানের পরিবেশনা।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
ইএআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।