মিটফোর্ড হাসপাতালের প্রবেশপথ। ছবি: সংগৃহীত
ঢাকা: করোনা ভাইরাসে আতঙ্কের সুযোগ নিয়ে বাড়তি দামে মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারের বিক্রির বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আড়াইটার দিকে রাজধানীন মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়।
র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, করোনা ভাইরাসের আতঙ্কের সুযোগে বিভিন্ন এলাকায় মাস্ক ও হ্যান্ড সেনিটাইজার বাড়তি দাম নিচ্ছে ব্যবসায়ীরা, এমন অভিযোগে মিটফোর্ড হাসপাতাল সংলগ্ন এলাকায় ওষুধ মার্কেটে অভিযান চালানো হচ্ছে।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
পিএম/এবি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।