মঙ্গলবার (১০ মার্চ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুড়া এলাকার পাল সিএনজির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান যশোর জেলার কোতয়ালী থানার হামিদপুর গ্রামের মৃত আবুজাফরের ছেলে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, সকালে আফজাল কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের পাল সিএনজির সামনে ঘোরানোর সময় পেছন এক অজ্ঞাত পরিবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সঙ্গে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এনটি