বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ওই এলাকায় ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আবুল হোসেনে গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকা।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সাইদুর রহমান বাংলানিউজকে জানান, জয়রা এলাকায় একটি বাড়ি ভাড়াটিয়া হিসেবে ছিলেন আবুল হোসেন। ভাড়া বাড়ির পাশে একটি শিশুকে কৌশলে ধর্ষণ করেন তিনি। শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসআরএস