টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নজুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার উপ-পরিদশর্ক (এসআই) হাসান মিয়া বাংলানিউজকে জানান, বিকেলে বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।