শনিবার (১৪ মার্চ) দুপুরে ওই স্কুলছাত্রীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এর আগে শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বাঘা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বাঘা উপজেলা কেশবপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি ওই ছাত্রী গত ৮ মার্চ সকালে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। এ সময় উপজেলার ময়েনের মোড় থেকে একই গ্রামের জিন্দার আলীর ছেলে সবুজসহ চারজন তার পথরোধ করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১৩ মার্চ (শুক্রবার) বাঘা থানায় মামলা দায়ের করেন। পরে বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান পরিচালনা করে স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী সবুজকে আটক করে। পরে সকালে তাদের রাজশাহীতে নিয়ে আসা হয়।
রাজশাহীর বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এছাড়া আটক সবুজকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এসএস/আরআইএস/