ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

করোনা ভাইরাসে স্থগিত লন্ডনের স্বাধীনতা দিবসের অভ্যর্থনা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
করোনা ভাইরাসে স্থগিত লন্ডনের স্বাধীনতা দিবসের অভ্যর্থনা লন্ডনে বাংলাদেশ হাইকমিশন অফিস

ঢাকা: করোনা ভাইরাস দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য-নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ায় যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের স্বাধীনতা দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লন্ডন ও আশেপাশের শহরে কোভিড-১৯ ভাইরাসের দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনের স্বাধীনতা দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

৩০ মার্চ (সোমবার) সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টারের দ্যা মেথোডিস্ট চার্চ সেন্ট্রাল হলে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিলো।

বিজ্ঞপ্তিতে অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তের ফলে আমন্ত্রিত অতিথিদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে হাইকমিশন থেকে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনুষ্ঠানের বিষয়ে নতুন ঘোষণা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
টিআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।