শনিবার (১৪ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, লন্ডন ও আশেপাশের শহরে কোভিড-১৯ ভাইরাসের দ্রুত বিস্তারের পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাংলাদেশ হাই কমিশনের স্বাধীনতা দিবসের অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
৩০ মার্চ (সোমবার) সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টারের দ্যা মেথোডিস্ট চার্চ সেন্ট্রাল হলে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিলো।
বিজ্ঞপ্তিতে অভ্যর্থনা অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তের ফলে আমন্ত্রিত অতিথিদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে হাইকমিশন থেকে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অনুষ্ঠানের বিষয়ে নতুন ঘোষণা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
টিআর/এবি