ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাতে আদালত বসিয়ে সাংবাদিককে দণ্ড, তদন্ত শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
রাতে আদালত বসিয়ে সাংবাদিককে দণ্ড, তদন্ত শুরু

কুড়িগ্রাম: মধ্যরাতে কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে তাকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও জরিমানার বিষয়টা কতটা আইনসিদ্ধ না নিয়ে শুরু  হয়েছে তদন্ত।

শনিবার (১৪ মার্চ) বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব)  মো. মাসুদ রানার নেতৃত্বে কমিটি তদন্ত শুরু করেছে।

প্রাথমিকভাবে সাংবাদিক রিগ্যানের বউ, শ্বশুর মোহাম্মদ আলী, মামা নজরুল ইসলাম ও নুর ইসলাম নুরু, নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমাসহ সংশ্লিষ্টদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

রিগ্যানের মামা কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম অভিযোগ করেন, কারো প্ররোচণায় সম্পূর্ণ নির্দোষ রিগ্যানকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে কোনো সাক্ষ্য না নিয়ে অবৈধভাবে রিগ্যানকে সাজা দেওয়া হয়েছে।

অপর মামা নুর ইসলাম নুরু অভিযোগ করেন, বাড়ির গেট ও দরজা ভেঙে রিগ্যানকে আটক করে নিয়ে আসা হয়।

শ্বশুর মোহাম্মদ আলী বলেন, যে ছেলে একটা সিগারেট খায়না, তার বিরুদ্ধে মাদক মামলা দেওয়া দুঃখজনক।

কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন এ বিষয়ে বলেন, টাস্কফোর্সের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের বিধিবিধান অনুসরণ করে সাজা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এফইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।