ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আগুনে দগ্ধ স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
আগুনে দগ্ধ স্বামীর মৃত্যু, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

ঢাকা: নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসায় গ্যাসের আগুনে দগ্ধ হয়েছিলেন স্বামী-স্ত্রী। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে স্বামী আশরাফুল ইসলামের (৩৮)।

রোববার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুলের মৃত্যু হয়। তার শরীরের ৭৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার স্ত্রী রুজিনা এখনো বার্ন ইউনিটে ভর্তি রয়েছে। রুজিনার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।

আরও পড়ুন >> না’গঞ্জে চুলার আগুনে দম্পতি দগ্ধ

১৪ মার্চ সকালে দগ্ধরা জানিয়েছিলেন, তারা কাচপুরে একটি ১ তলা বাসায় ভাড়া থাকেন। আশরাফুল মদনপুরে একটি কারখানায় সিকিউরিটি গার্ড ও রুজিনা আদমজী গার্মেন্টসে হেল্পার হিসেবে চাকরি করেন। ভোরে রুজিনা রান্না ঘরে চুলায় ভাতের হাড়ি বসিয়ে বাথরুমে যায়। আর তার স্বামী ঘুমিয়ে ছিল। তখন হঠাৎ সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।