ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিনামূল্যে মাস্ক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
রাজধানীতে বিনামূল্যে মাস্ক বিতরণ রাজধানীতে বিনামূল্যে মাস্ক বিতরণ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাস্তায় ধূলা-বালির থেকে পথচারীকে পরিত্রাণ দিতে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে নুর জাহান ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির দাবি, প্রতি ঘণ্টায় বিশ্বে ধূলাবালির কারণে ৮০০ মানুষ নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। মানুষকে সচেতন করতে তাদের এ উদ্যোগ।

রোববার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

নুর জাহান ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, রাজধানীতে নানা প্রকল্প ও ওয়াসার কাজ চলাকালে ধূলাবালির সৃষ্টি হয়।

এতে পথচারীরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিশ্বে প্রতি ঘণ্টায় ধূলাবালির কারণে নানা রোগে আক্রান্ত হয়ে ৮০০ মানুষ মারা যান। আবার সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের কারণে অনেকে আতঙ্কিত। অনেকে একেবারেই সচেতন না। আমরা ধূলাবালি ও করোনা ভাইরাসে মুক্ত রাখতে মানুষকে সচেতন করতে বিনামূল্যে মাস্ক বিতরণ করছি।

তিনি বলেন, আমাদের এ মাস্ক বিতরণ একটি নিদিষ্ট স্থানে নয়। আমরা ইতোমধ্যে রাজধানীর মুগদা, বাসাবোসহ বিভিন্নস্থানে বিতরণ করেছি। প্রতি সপ্তাহে এ ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ অব্যহত রয়েছে। প্রেসক্লাব এলাকায় তিন শতাধিত বিতরণ করা হবে।

এ সময় নুর জাহান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান প্রধানসহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
ইএআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।