ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

২৫ হাজার টাকা জামানতে সাংবাদিক আরিফের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
২৫ হাজার টাকা জামানতে সাংবাদিক আরিফের জামিন

কুড়িগ্রাম: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মধ্যরাতে কারাদণ্ড দেওয়া বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে ২৫ হাজার টাকা জামানতে জামিন দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে কুড়িগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল আবেদন করা হয়। আপিল আবেদনটি মঞ্জুর করার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সুজাউদ্দৌলার আদালত জামিন শুনানির মাধ্যমে তাকে জামিন দেন।

এসময় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন- পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন ও অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। ২৫ হাজার টাকা জামানতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর জিম্মায় সাংবাদিক আরিফুলকে জামিন দেওয়া হয়।

আরিফুল ইসলামের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন বলেন, ২৫ হাজার টাকা জামানতে আরিফকে জামিন দেওয়া হয়েছে। তবে মামলাটির আপিল চলমান।

এদিকে কারাগার থেকে বের হয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতজনিত কারণে তাকে সরাসরি কারাগার থেকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আরও পড়ুন>> রাতে আদালত বসিয়ে সাংবাদিককে দণ্ড, তদন্ত শুরু

আরিফের বড় বোন রিমা আক্তার জানান, জামিনের বিষয়টি তারা মেনে নিতে পারছেন না। তারা আরিফের নিঃশর্ত মুক্তি চান।

আরিফুল ইসলামের স্ত্রী মোস্তারিমা সরদার বলেন, মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে ঢুকে আরিফকে পেটানো, জোর করে ধরে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে আরিফুল ইসলামকে মাদকবিরোধী অভিযানের কথা বলে আটক এবং পরে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের সময় মাদকসহ আরিফুল ইসলাম রিগ্যানকে আটক করা হয় বলে দাবি করেন অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এফইএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।