রোববার (১৫ মার্চ) দুপুর ১২টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিধান সরকারের সঞ্চালনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষের সভাপতিত্বে মানববন্ধনে সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক আরিফের নির্যাতনকারীদের বিচার না হলে এ ধরনের নির্যাতন বন্ধ করা যাবে না। একইসঙ্গে তার মুক্তিরও দাবি জানানো হয়েছে।
এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের নেতারা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এমএস/এইচএডি/