ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় মিলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় মিলেছে

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত আটজনের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। 

নিহতরা হলেন- খুলনার হরিণটানা থানার সাচিবুনিয়া গ্রামের ছিরু মিঞার স্ত্রী রুমি আক্তার (৩৫), বরগুনার তালতলী উপজেলার বথিরপাড়া গ্রামের সগীর খাঁর স্ত্রী হামিদা বেগম (৩০), কুষ্টিয়ার খাদা মজুপুর এলাকার মোশারেফ হোসেনের ছেলে আব্বাস উদ্দীন (৪৫), মাদারীপুর জেলার সদর উপজেলার পূর্বতলা গাজিরা গ্রামের জগদীশ হাওলাদারের ছেলে অপূর্ব হাওলাদার (৩৬), একই জেলার রাজৈর উপজেলার লিয়াকত আলী খালাসীর পাঁচ মাস বয়সী শিশু লাফিজা আক্তার জান্নাতী। পরিচয় পাওয়া নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

>>>ফকিরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৮

গতকাল শনিবার (১৪ মার্চ) বিকেলে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় রড বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মারা যান ৮ যাত্রী। আহত হন আরও ৩০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাগেরহাট কাটাখালী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, মৃতদের মধ্যে পাঁচজনের নাম পরিচয় পাওয়া গেছে। তাদের স্বজনরা পুলিশের কাছে এসে পরিচয় নিশ্চিত করেছেন। স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।