রোববার (১৫ মার্চ) দুপুরে তাদের আটকের বিষয়টি জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু ও হুইল রেঞ্জ উদ্ধার এবং রক্তমাখা বাসটি জব্দ করা হয়েছে।
এএসপি সুজয় সরকার জানান, কনস্টেবল শরীফ হত্যাকাণ্ডের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। বিকেল ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
পিএম/আরবি/