ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ১৭ মার্চ রাত ৮টায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
মুজিববর্ষের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার ১৭ মার্চ রাত ৮টায়

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‌‌‘মুজিববর্ষ’ উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৭ মার্চ রাত ৮টায় সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল, সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় এ অনুষ্ঠান এক যোগে সম্প্রচার হবে।

রোববার (১৫ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামী ১৭ মার্চ রাত ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদ্বোধন অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’ বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল সোশ্যাল ও অনলাইন মিডিয়ায় একযোগে সম্প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।