ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

করোনার লক্ষণ নেই গোবিন্দগঞ্জে আসা ৪ চীনা নাগরিকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
করোনার লক্ষণ নেই গোবিন্দগঞ্জে আসা ৪ চীনা নাগরিকের

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ নজরদারিতে থাকা ঢাকা-রংপুর মহাসড়ক ফোরলেন কাজে নিয়োজিত চীন ফেরত চার নাগরিকের মধ্যে করোনার কোনো লক্ষণ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (১৫ মার্চ) দুপুরে গাইবান্ধা সিভিল সার্জন এবিএম আবু হানিফ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, গোবিন্দগঞ্জের কাটাখালি-বালুয়ায় ঢাকা-রংপুর মহাসড়কের চারলেনের কাজে নিয়োজিত চারজন চীনা নাগরিক সপ্তাহ খানেক আগে চীন থেকে বাংলাদেশে আসেন।

নিয়মানুসারে তাদের পর্যবেক্ষণে রাখা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল দল তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন। নিয়মিত পরীক্ষা নিরিক্ষা শেষে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো লক্ষণ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এছাড়া গাইবান্ধা জেলার কোথায় কোনো? ব্যক্তি কোয়ারেন্টাইনে নেই বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।