রোববার (১৫ মার্চ) বিকেলে ফলক উন্মোচন এবং ফিতা কেটে বেতার ভবনে স্থাপিত এ ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনের পর অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে তিনি এ বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।
এরপর সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, এ বঙ্গবন্ধু কর্নার থেকে বেতারের কর্মকর্তা-কর্মচারীসহ এখানে আগতরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এর ফলে অনেকের মধ্যে বঙ্গবন্ধুকে আরও গভীরভাবে জানার আগ্রহ সৃষ্টি হবে।
তিনি বলেন, একটা সময় বাংলাদেশ অন্য দেশের থেকে পোশাক আমদানি করতো, এখন রপ্তানি করে। এছাড়া বাংলাদেশে এখন আর কোথাও কবিতার মতো সুন্দর গ্রাম খুঁজে পাওয়া যাবে না, উন্নতির ছোঁয়া পৌঁছে গেছে সবখানে। দেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।
আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার। এসময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এইচএমএস/ওএইচ/