ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বরিশালে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড

বরিশাল: বরিশালে মাদক ব্যবসার দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহমেদ এ রায় ঘোষনা করেন।

রায় ঘোষনার সময় দণ্ডিত শহিদুল ইসলাম রিপন আদালতে উপস্থিত ছিলেন।

তিনি বরিশালের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১৬ সালের ৩০ মে বরিশাল বাবুগঞ্জ দেহেরগতি এলাকা থেকে রিপনকে আটক করে র‍্যাব-৮। এসময় তার কাছে থেকে ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  এ ঘটনায় ওই দিনই র‍্যাবের ডিএডি শিকদার আশরাফুর রহমান বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা করে। তদন্তে সত্যতা পেয়ে একই বছরের ১৮ জুন আদালতে চার্জশীট জমা দেয় থানার এসআই আব্দুস সালাম। মামলায় নয়জনের সাক্ষ্য গ্রহন শেষে আদালত এ রায় প্রদান করেন।

বাংলাদেশ সময় : ০৭০৯ ঘন্টা, মার্চ ১৬, ২০২০
এমএস/আরকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।