ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বরিশালে ইয়াবাসহ আটক ২

বরিশাল: বরিশাল নগরের রুপাতলী হাউজিং এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন মো. রাসেল হাওলাদার ও রাসেল খান।

রোববার (১৫) মার্চ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়ন্দা (ডিবি) শাখার সহকারী কমিশনার নরেশ চন্দ্র কর্মকার।

এর আগে ডিবির পরিদর্শক (ইনসপেক্টর) মীর শওকত আলীর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৫০৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমএস/আরকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।