রোববার (১৫ মার্চ) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইলসাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকার ব্রিজের পাশে একটি ফাঁকা মাঠ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মরদেহ উদ্ধার করা হয়। জানতে পেরেছি ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, রাত পৌনে ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করি। নিহতের পরনে ছিল লুঙ্গি ও কালো পাঞ্জাবি। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এজেডএস/এএটি