ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সোমবার থেকেই বাংলাদেশে ইউরোপীয় নাগরিকদের প্রবেশ বন্ধ    

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
সোমবার থেকেই বাংলাদেশে ইউরোপীয় নাগরিকদের প্রবেশ বন্ধ     ইউরোপীয় নাগরিক।

ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ রোধে সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা থেকে বাংলাদেশে সাময়িকভাবে প্রবেশ বন্ধ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের।

করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পূর্ব ঘোষিত এ সিদ্ধান্ত সোমবার দুপুর থেকেই কার্যকর হচ্ছে। ফলে দুপুরের পর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স যদি ইউরোপীয় যাত্রী নিয়ে আসে, তাহলে তাদের ফেরত পাঠানো হবে।

   

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এম মফিদুর রহমান বাংলানিউজকে বলেন,  ১৬ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশের যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

এ তথ্য সংশ্লিষ্ট সব দেশ ও এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরও কোনো এয়ারলাইন্স যাত্রী নিয়ে এলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স খরচ বহন করবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্য ছাড়া বাকি দেশগুলো থেকে কেউ ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।