করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পূর্ব ঘোষিত এ সিদ্ধান্ত সোমবার দুপুর থেকেই কার্যকর হচ্ছে। ফলে দুপুরের পর থেকে কোনো বিদেশি এয়ারলাইন্স যদি ইউরোপীয় যাত্রী নিয়ে আসে, তাহলে তাদের ফেরত পাঠানো হবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের চেয়ারম্যান এম মফিদুর রহমান বাংলানিউজকে বলেন, ১৬ মার্চ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশের যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।
এ তথ্য সংশ্লিষ্ট সব দেশ ও এয়ারলাইন্সকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরও কোনো এয়ারলাইন্স যাত্রী নিয়ে এলে সংশ্লিষ্ট এয়ারলাইন্স খরচ বহন করবে, তাদের ফিরিয়ে দেওয়া হবে। যুক্তরাজ্য ছাড়া বাকি দেশগুলো থেকে কেউ ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না।
বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
টিএম/এএটি