ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বিমানে সিবিএ’র কর্মক্রম নিষিদ্ধ আরও ৬ মাস

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বিমানে সিবিএ’র কর্মক্রম নিষিদ্ধ আরও ৬ মাস

ঢাকা: রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সিবিএ (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) কার্যক্রম আরও ছয় মাস নিষিদ্ধ করে আদেশ জারি করেছে সরকার।

সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করে বলা হয়, বিমানের চাকরি ‘অত্যাবশ্যকীয় সেবার (অ্যাসেনশিয়াল সার্ভিস)’ আওতায় থাকছে আরও ছয় মাস।
 
এরআগে ২০১৭ সালের ১৪ মার্চ সিবিএস কার্যক্রম নিয়ন্ত্রণের মাধ্যমে বিমানের কর্মীদের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবার আওতায় আনা হয়।

এরপর আরও কয়েকবার বাড়িয়ে মেয়াদ শেষ হয়েছে গত ১৩ মার্চ।
 
গত ১২ মার্চ শ্রম মন্ত্রণালয়ের এ সংক্রান্ত আদেশে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় সেবা ঘোষণার প্রযোজ্যতার মেয়াদ ১৪ মার্চ থেকে আরও ৬ মাসের জন্য বাড়ানো হলো।
 
এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অধীন সব শ্রেণির চাকরির ক্ষেত্রে অ্যাসেনশিয়াল সার্ভিসেস অর্ডিন্যান্সের প্রযোজ্যতার মেয়াদ ১৩ মার্চ শেষ হবে। কিন্তু বিমানের সব শ্রেণির চাকরির ক্ষেত্রে এই অধ্যাদেশের প্রযোজ্যতার প্রয়োজনীয়তা এখনও রয়েছে।
 
অ্যাসেনশিয়াল সার্ভিসেস অর্ডিন্যান্সের আওতায় কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি, ধর্মঘট ও বিনা নোটিশে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবে না। এসব কাজ করলে শাস্তির মুখে পড়তে হবে।
 
এই অর্ডিন্যান্সের অধীনে কেউ অপরাধে করলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।
 
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।