ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নিখোঁজ শিশু-নারীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বরিশালে নিখোঁজ শিশু-নারীর মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের বানারীপাড়ার সন্ধ্যানদীতে নিখোঁজ হওয়া জান্নাত (৬) ও হিজলার মেঘনানদী থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‌সোমবার (১৬ মার্চ) দুপু‌রে ওই তরুণীর মর‌দেহ ময়নাতদন্তের জন্য ব‌রিশাল শেরে-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (শেবাচিম) হাসপাতা‌ল মর্গে পাঠানো হয়ে।

হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় স্থানীয়রা একটি চরের পাশে মেঘনানদীতে এক তরুণীর গলাকাটা মর‌দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

পরে পুলিশ পচন ধরা ওই মর‌দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।

এসআই মনিরুজ্জামান বলেন, তরুণীর গলা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া তরুণীর পরিচয় ও তার পরিবারের সদস্যদের সন্ধান পেতে বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে।

এদিকে রোববার দিনগত রাত সাড়ে ১২টার বানারীপাড়া উপজেলার সন্ধ্যানদীর ফেরিঘাটের দক্ষিণ পাশে থেকে জান্নাত নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জান্নাত উপজেলার পূর্ব উদয়কাঠী গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। জান্নাত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বানারীপাড়া পৌর এলাকার ফেরিঘাটের উত্তর পাশ থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।

জানা গেছে, নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সাভির্সের একটি ডুবুরি দল জান্নাতকে খুঁজতে সন্ধ্যানদীতে নামে কিন্তু, তারা উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে নিখোঁজ হওয়ার অন্যপ্রান্তে জান্নাতের মরদেহ ভেসে উঠে।        

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বাংলানিউজকে বলেন, জান্নাত নিখোঁজ হওয়ার প্রায় ২৭/২৮ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া জান্নাতের মরদেহ উদ্ধার করা পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।     

বাংলা‌দেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।