সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান শরীয়তপুর সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ।
এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বাংলানিউজকে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২১০ জন বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিন পর্যন্ত পর্যবেক্ষণে থেকে তাদের নির্দেশনা মানতে হবে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া জনসচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচার-প্রচরণা। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসআরএস