ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে ‘হোম কোয়ারেন্টাইনে’ বিদেশফেরত ২১০ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
শরীয়তপুরে ‘হোম কোয়ারেন্টাইনে’ বিদেশফেরত ২১০ জন

শরীয়তপুর: শরীয়তপুরে বিদেশ থেকে আসা ২১০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলানিউজকে এ তথ্য জানান শরীয়তপুর সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ।  

এদিকে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিটি সরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখাসহ করোনা আক্রান্ত ১০০ জন পর্যন্ত রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার সব ব্যবস্থা রাখা হয়েছে।  

সিভিল সার্জন ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ বাংলানিউজকে বলেন, গত ২৯ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ২১০ জন বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিন পর্যন্ত পর্যবেক্ষণে থেকে তাদের নির্দেশনা মানতে হবে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া জনসচেতনতা বাড়াতে চালানো হচ্ছে প্রচার-প্রচরণা। তবে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।