সোমবার (১৬ মার্চ) থেকে এই নিয়ম কার্যকর হবে বলে ঢাকার বিদেশের মিশনগুলোকে চিঠি পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার বিভিন্ন দূতাবাস, হাইকমিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা তাদের ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়াতে পারবেন।
১৬ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপের দেশগুলোর সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকবে বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সময়ে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসাও বন্ধ থাকবে। তবে যুক্তরাজ্য এর আওতার বাইরে থাকবে।
এদিকে, কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি, যাদের ভিসা রয়েছে, তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তাদের প্রবেশ শিথিল থাকবে।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
টিআর/টিএ