ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: দিনাজপুরে বাণিজ্যমেলা বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনা: দিনাজপুরে বাণিজ্যমেলা বন্ধ

দিনাজপুর: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিনাজপুর চেম্বার অব কমার্সের মাসব্যাপী চলা বাণিজ্যমেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল থেকে মেলার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
 
দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুজা-উর-রব চৌধুরী বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলা ও যেকোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি পরিহারের কারণে দিনাজপুর শিল্প ও বাণিজ্যমেলা সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তীকালে পরিবেশ অনুকূলে এলে আবারও মেলার কার্যক্রম চালু হবে বলে তিনি জানান।
 
মেলা কমিটির আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মিজানুর রহমান পাটোয়ারী বাংলানিউজকে জানান, চেম্বার অব কমার্স জনগণের স্বার্থ ও কল্যাণের জন্য সব সময় সজাগ। তাই জনস্বার্থে জনসমাগম এড়িয়ে চলার জন্য বাণিজ্যমেলা বন্ধ করা হয়েছে।  
১৯ ফেব্রুয়ারি বাণিজ্যমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
 
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।