সোমবার (১৬ মার্চ) সকাল থেকে মেলার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুজা-উর-রব চৌধুরী বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের কারণে জনসমাগম এড়িয়ে চলা ও যেকোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি পরিহারের কারণে দিনাজপুর শিল্প ও বাণিজ্যমেলা সোমবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মেলা কমিটির আহ্বায়ক ও চেম্বারের পরিচালক মিজানুর রহমান পাটোয়ারী বাংলানিউজকে জানান, চেম্বার অব কমার্স জনগণের স্বার্থ ও কল্যাণের জন্য সব সময় সজাগ। তাই জনস্বার্থে জনসমাগম এড়িয়ে চলার জন্য বাণিজ্যমেলা বন্ধ করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বাণিজ্যমেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ