ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বরিশালে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা বেড়েছে ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর সংখ্যা বেড়েছে। ১১ থেকে এখন এই সংখ্যা ২০ এ দাঁড়িয়েছে। পাশাপাশি হোম কোয়ারেন্টাইন থেকে আত্মগোপনে থাকা এক প্রবাসীও নিজ বাড়িতে ফিরে এসেছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক প্রবাসী স্বাস্থ্য বিভাগকে না জানিয়ে আত্মগোপনে চলে গিয়েছিলেন।

বিষয়টি জানার পর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, বিদেশ থেকে যে প্রবাসীরা বাংলাদেশে আসছেন, তাদের তালিকা এখন পর্যন্ত হাতে পায়নি সিভিল সার্জন অফিস। এ কারণে গত শনিবার (১৪ মার্চ) থেকে যারা বাংলাদেশে এসেছেন তাদের কোয়ারেন্টাইন যথাযথ ভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

এদিকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত চিকিৎসকদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী এখনো পৌঁছায়নি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।