ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: তাহিরপুরে শাহ আরেফিন ওরস-বারুণীমেলা বন্ধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনা: তাহিরপুরে শাহ আরেফিন ওরস-বারুণীমেলা বন্ধ 

সুনামগঞ্জ: জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে করোনা ভাইরাস রোধে তাহিরপুরের শাহ আরেফিন (রহ.) ওরস ও হিন্দুধম্বালম্বীদের পূণ্যতীর্থ স্নান উপলক্ষে বারুণীমেলা বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।  

স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এমরান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পংকজ দে, 
তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, ইমাম মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, বিজয় তালুকদার বিজু, অ্যাডভোকেট বিশ্বজিত রায়, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।

 

মো. এমরান হোসেন বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আমরা বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিয়েছি। তাই লোক সমাগম এড়াতে এ বছরের জন্য শাহ আরেফিন ওরস ও বারুণীমেলা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।