বাহাদুর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চান বেপারীর ছেলে। তিনি রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাায় থাকতেন।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি কেয়ারে (এইচডিইউ) তার মৃত্যু হয়।
নিহত বাহাদুরের প্রতিবেশী মো. আল-আমিন বাংলানিউজকে জানান, কয়েক বছর ধরে বাহাদুর মহাখালি মেট্রোপলিটন হাসপাতালের সামনে অবস্থিত ‘ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনে’ চাকরি করতেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে ডিউটিরত অবস্থায় পাম্পে আগুন লাগে। এতে বাহাদুর দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন সোমবার দুপুরে বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এজেডএস/ওএইচ/