ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে নিজের গোপনাঙ্গ কাটলো এক বন্দী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
কাশিমপুর কারাগারে নিজের গোপনাঙ্গ কাটলো এক বন্দী

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মোহাম্মদ হোসেন নামের এক বন্দী নিজেই তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। 

শনিবার (২১ মার্চ) বিকেল ৩ টার দিকে কারাগারের ভেতরে এ ঘটনা ঘটায় ওই বন্দী। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


 
মোহাম্মদ হোসেন ঢাকার সাভার থানার জাম সিংহ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি হত্যা মামলায় দুই বছর ধরে কারাবন্দি।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার পারভেজ বাংলানিউজকে জানান, হত্যা মামলার আসামি মোহাম্মদ হোসেনের সঙ্গে পরিবারের কেউ সাক্ষাৎ করতে কারাগারে আসেন না। এজন্য তিনি  হতাশায় ভুগছিলেন। শনিবার বিকেলে রাগের মাথায় সেভ করার ব্লেড দিয়ে তিনি তার গোপনাঙ্গ  অর্ধবিচ্ছিন্ন করে ফেলেন। খবর পেয়ে প্রথমে তাকে কারা হাসপাতালে, সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  
 
ডেপুটি জেলার আরও জানান, এর আগে হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন। সেখানেও তিনি তার গলায় ব্লেড দিয়ে কেটে জখম করেন। পরে তাকে হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরএস/এসই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।