শনিবার (২১ মার্চ) রাত সোয়া আটটার দিকে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের ভেলাজান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আটটার দিকে শিউলি বেগম তার স্বামী বকস আলীর মোটরসাইকেল করে বাবার বাড়ী কালমেঘ থেকে শ্বশুড়বাড়ী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর মালতিচুড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন।
এতে ঘটনাস্থলেই মারা যান শিউলি বেগম এবং গুরুতর আহত হন বকস আলী। পরে স্থানীয়রা শিউলি বেগমের মরদেহ ও তার আহত স্বামীকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। আহত বকস আলীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এছাড়াও ঘাতক নৈশকোচটি আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআরএ