মধুপুর(টাঙ্গাইল): হোম কোয়ারেন্টিনে না থাকায় টাঙ্গাইলের মধুপুরের ফরহাদ হোসেন (৩০) ও ধনবাড়ীর হুমায়ুন আহমেদকে (৩৬) অর্থদণ্ড দিয়েছেন প্রশাসন।
শনিবার (২১মার্চ) বেলা ১১টা এবং বিকেলে পৃথক অভিযানে তাদের এ অর্থদণ্ড দেওয়া হয়।
মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ করিম শনিবার সকালে পৌর এলাকার টেংরি গ্রামের আব্দুস সামাদের ছেলে বাহরাইন ফেরত ফরহাদ হোসেনকে অর্থদণ্ড দিয়ে নিজ ঘরে তালাবদ্ধ করেন।
অন্যদিকে বিকেলে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা পৌর এলাকার ছত্রপুর গ্রামের হায়দার আলীর ছেলে সৌদি ফেরত হুমায়ুন আহমেদকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ করিম ও ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।