ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
ডোমারে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নীলফামারী: চালের মুল্য তালিকা না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে নীলফামারীর ডোমার উপজেলার দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা শবনমের নেতৃত্বে ডোমার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় চালের মুল্য তালিকা না থাকায় চাল ব্যবসায়ী সাহা ট্রেডার্সের মালিক সমর সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় পাঁচ হাজার ও মেসার্স মেরাজ মেডিসিন কর্ণারের শাহিনুর ইসলামকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ৫১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর দুলাল হোসেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৬৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।