রোববার (২২ মার্চ) সকালে উপজেলার গাজীপুর বাইপাস সড়কের লালমাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ এলাকা থেকে চুরি করে কাভার্ডভ্যানে করে তিনটি গরু নিয়ে আসছিলেন তিনি।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, দুপুরে লালমাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক চোর নিহত হয়েছেন। এছাড়া চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরবি/