ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নোয়াখালী: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় আবদুল্লাহ আল-নোমান (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) দিনগত রাতে জেদ্দা থেকে হাইল শহরে যাওয়ার পথে তাবুক রোডের আল-হায়াত এলাকায় এ দুর্ঘটনার ঘটে।

নিহত নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৌলভি ইউনুস সাহেবের বাড়ির মো. শেখ ফরিদের ছেলে।

নিহতের ছোট ভাই আমান বাংলানিউজকে জানান, নোমান দীর্ঘদিন ধরে সৌদি আরবে বিডি ফুডস কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। শনিবার রাতে তিনি ওই কোম্পানির একটি গাড়ি নিয়ে চালকসহ সৌদি আরবের জেদ্দা থেকে হাইল শহরের দিকে যাচ্ছিলেন। পথে আল-হায়াত এলাকায় এলে বালু ঝড়ের কবলে পড়ে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা গাড়িবাহী একটি লরির সঙ্গে মুখোমুখি হয়। এতে ঘটনাস্থলেই নোমানের মৃত্যু হয় এবং চালক নূর নবী গুরুতর আহত হন। সেখানকার স্থানীয় একটি হাসপাতালে নূর চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।