ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
মধুপুরে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

মধুপুর, (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলার দক্ষিণ দিগরবাইদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরেক ছিনতাইকারীকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আরেকজন পুলিশের হেফাজতে আছেন।

সোমবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তবে তার বাড়ি গোপালপুর উপজেলায় ও শাহীন নাম বলে স্থানীয়রা জানিয়েছেন। আশংকাজনক অবস্থায় মমেক হাসপাতালে পাঠানো ছিনতাইকারী আব্দুল করিম ঘাটাইলের সন্ধানপুর গ্রামের সমেশ আলীর ছেলে।

পুলিশ হেফাজতে থাকা বাবলু মধুপুরের দিগরবাইদ এলাকার বাসিন্দা। ছিনতাইকারীদের হাতে আহত অটোরিকশাচালক ঘাটাইলের পাকুটিয়া গ্রামের  ইউসুফ আলীর ছেলে আল আমিনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আল আমিন জানান, রাত সাতটার দিকে নতুন আত্মীয় বাড়ি বেড়াতে যাবে বলে পাকুটিয়া বাজার থেকে ওই তিনজন তার অটোরিকশা ভাড়া করেন। মধুপুরের দিগরবাইদ দক্ষিণপাড়া ব্রিজ পাড়ে নিয়ে আসার পর চালককে গাড়ি থেকে পিটিয়ে নামিয়ে দেন। এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসতে থাকে। এলাকাবাসী তেড়ে আসছে দেখে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। বোরো ক্ষেত ভেঙে দৌড়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে তারা। এতে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। বাকি একজনের অবস্থা গুরুতর ও আরেকজনকে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ বাকি দু’জনকে উদ্ধার করে। আব্দুল করিমকে ১০০ শয্যার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষূ অবস্থায় মমেক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল ইসলাম জানান,  এ মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা তদন্ত করছেন। সব তথ্য সংগ্রহ প্রাথমিক তদন্তের পর  হতাহতদের পরিচয়সহ মূল ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।