ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদী-কালকিনি সীমান্তে চলাচল সীমিত, নজরদারি জোরদার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
গৌরনদী-কালকিনি সীমান্তে চলাচল সীমিত, নজরদারি জোরদার

বরিশাল: বিদেশফেরত প্রবাসীদের অবাধে চলাফেরা ও শিবচরে সতর্ক অবস্থার কারণে মাদারীপুরের কালকিনি উপজেলার সঙ্গে বরিশালের গৌরনদী উপজেলার নৌ ও সড়কপথে যোগাযোগ সীমিত করা হয়েছে। পাশাপাশি সড়ক ও নৌপথে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

তিনি জানান, গত ২১ মার্চ দুই জেলার দুই উপজেলার মধ্যে খেয়া চলাচল সীমিত করার পাশাপাশি, উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছিলো।

এখন সেই নজরদারি গোটা গৌরনদী উপজেলার সীমানা ধরে বাড়ানো হয়েছে। পাশাপাশি সড়ক ও নৌপথে যোগাযোগ আরও সীমিত করা হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জনা গেছে, নজরদারি জোরদারের কারণে বরিশালের সীমান্তবর্তী গৌরনদী উপজেলার সঙ্গে মাদারীপুরের কালকিনি উপজেলাসহ পার্শবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।