ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা থেকে লোকাল ট্রেন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
খুলনা থেকে লোকাল ট্রেন বন্ধ

খুলনা: প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে খুলনা থেকে বিভিন্ন রুটের চারটি লোকাল ট্রেন বন্ধ করেছে রেলওয়ে। তবে আন্তঃনগর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে খুলনা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, করোনা ভাইরাস এবং এর বিস্তার রোধে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এ লক্ষ্যে মঙ্গলবার থেকেই খুলনা-গোয়ালন্দ রুটে নকশি কাঁথা এক্সপ্রেস, খুলনা-পার্বতীপুর রুটে রকেট মেইল, খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস ও খুলনা-চাঁপাইনবাবগঞ্জ রুটে মহানন্দা এক্সপ্রেস বন্ধ করা হয়েছে। আপাতত শুধুমাত্র আন্তঃনগর ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।