ঢাকা: রাজধানীতে বুধবার গভীর রাতে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
তারা হলেন, জোনায়েদ হাসান শান্ত ও আমিনুল ইসলাম ডালিম।
কদমতলী থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, রাত পৌণে তিনটার দিকে ডেমরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনারের (এসি) নেতৃত্বে দণি দনিয়ার ১৪৭০ নং বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে শান্তকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় ডালিমকে।
এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৫৮ ঘণ্টা, জুন ০৩, ২০১০
এসআইএস/কেএল/জেএম