ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে পাথর কোয়ারিতে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
সিলেটে পাথর কোয়ারিতে শ্রমিকের মৃত্যু

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা পাথর কোয়ারিতে কংশ বিশ্বাস (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার আলমগীর, শাহেদ ও মাকসিদুল টিপুর মালিকানাধীন কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।

কংশ বিশ্বাস উপজেলার পূর্ব ইসলামপুরের জীবনপুর গ্রামের মৃত গোপাল বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পাথর উত্তোলন করছিলেন কংশ বিশ্বাস। এমন সময় কোয়ারি থেকে ট্রাক্টরে পাথর তুলতে গেলে চাপা পড়ে প্রাণ হারান তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জাহান কাজল বলেন, খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় কোয়ারি মালিকদের দায়ের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।