ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
বগুড়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় আহসান হাবিব (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আহসান হাবিব উপজেলার নয়মাইল জামালপুর গ্রামের মৃত সমস উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী হাবিব বগুড়া শহর থেকে তার বাড়ি নয়মাইল জামালপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে সাজাপুর ফুলতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যান হাবিব। এসময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন বাংলানিউজকে জানান, আহসান হাবিব নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০.
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।