ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাসিকের পৌরকর পরিশোধে বিশেষ ছাড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
রাসিকের পৌরকর পরিশোধে বিশেষ ছাড়

রাজশাহী: ৩১ ডিসেম্বরের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পৌরকর পরিশোধ করলে বিশেষ ছাড় দিচ্ছে কর্তৃপক্ষ।  

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সিটি কর্পোরেশনের জনসংযোগ দফতর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের পৌরকর আদায়ে প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্প বাসানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নগরবাসী নিজ নিজ ওয়ার্ড কার্যালয়ে অস্থায়ী পৌরকর আদায় ক্যাম্পে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত বকেয়া পৌরকরের উপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ এবং হাল পাওনার উপর বিধি অনুসারে প্রাপ্ত সুযোগসহ পৌরকর পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এসএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।