ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বিস্ফোরক দ্রব্যসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
রাজধানীতে বিস্ফোরক দ্রব্যসহ আটক ৪ প্রতীকী

ঢাকা: রাজধানীর কোতয়ালী ও চকবাজার এলাকা থেকে বিস্ফোরক দ্রব্যসহ চার জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর সদস্যরা।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউকে বিষয়টি নিশ্চিত করেন।

আটক চারজন হলেন- কোতয়ালী এলাকা থেকে নিতাই পাল ওরফে সূর্য্য (৪৫), ও শ্যামল চন্দ্র দত্ত ওরফে শিবু (৪২) এবং চকবাজার এলাকা থেকে মো. শাহান শাহ (৪৭) ও মো. মোস্তাক (৩৫)।

মেজর শাহরিয়ার বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৯ ডিসেম্বর) কোতয়ালীর শাখারীবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯৪ প্যাকেট বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্যসহ সূর্য্য ও শ্যামলকে আটক করে র‌্যাব। সে সময় তাদের কাছ থেকে একটি ট্র্যাঙ্ক ও ৩৩ হাজার টাকা জব্দ করা হয়।

এছাড়া একই রাতে চকবাজার মডেল থানার হাজী রফিক মার্কেট এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে ৮৬৯ প্যাকেট বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্যসহ শাহান ও মোস্তাককে আটক করে। এদের কাছ থেকে একটি মোবাইলফোন জব্দ করা হয়।

আটক ওই চার জনের নামে থানায় মামলা করা হয়েছে বলেও জানান মেজর শাহরিয়ার।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা,  ডিসেম্বর ৩০, ২০২০
এমএমআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।