ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
পলাশে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি

নরসিংদী: নরসিংদীর পলাশে রাতের আধারে দুইটি কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতের কোনো এক সময় উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থান ও ইসলামপাড়া কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের সামাজিক কবরস্থানে আশপাশের ৫-৬টি গ্রামের লোকজন মারা গেলে তাদের সেখানে কবর দেওয়া হয়। কবরস্থানটি গ্রামের একপাশে নির্জন স্থানে অবস্থিত। কবরস্থানে আলোর ব্যবস্থা থাকলেও কোনো পাহারাদার ছিলো না। বুধবার সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে দেখতে পায় কয়েকটি কবরের মাটি খোড়া। পরে তারা কবরস্থানের কমিটির লোকদের খবর দিলে তারা এসে ছয়টি কবর খোড়া অবস্থায় দেখতে পায়। কবরগুলোতে কোনো কঙ্কাল ছিলো না।

এদিকে ইসলামপাড়া কবরস্থানেও সকালে স্থানীয়রা কবর খোড়া অবস্থায় দেখতে পায়। সেখান থেকে রাতের আধারের দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বাংলানিউজকে বলেন, দুইটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতেছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।