ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
খাগড়াছড়িতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন খাগড়াছড়িতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খাগড়াছড়ি: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’— এ স্লোগানে খাগড়াছড়ি জেলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে বেলুন উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাবিব উল্লাহ মারুফ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলমসহ জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত র‌্যালি অনুষ্ঠিত ও কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।