ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে কাভার্ড ভ্যানচাপায় নারীর মৃত্যু 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
ধামরাইয়ে কাভার্ড ভ্যানচাপায় নারীর মৃত্যু  প্রতীকী

সাভার (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানচাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।  

সোমবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিচয় জানা যায়নি।  

পুলিশ জানায়, সকালে ওই মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মিনি কাভার্ড ভ্যানচাপায় গুরুতর আহত হন এক নারী। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া ঘাতক কাভার্ড ভ্যান জব্দসহ চালককে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।