ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

কাভার্ডভ্যানে গোপন কক্ষ, অভিনব কায়দায় মাদক পরিবহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
কাভার্ডভ্যানে গোপন কক্ষ, অভিনব কায়দায় মাদক পরিবহন ডিবির সংবাদ সম্মেলন

ঢাকা: কাভার্ডভ্যানের ভেতরে অভিনব কৌশলে বানানো হয়েছে গোপন কক্ষ। একটি ইলেকট্রিক সুইচ চাপলেই ওই গোপন কক্ষের অটোমেটিক হাইড্রোলিক দরজা খুলে যায়।

বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে ওই কক্ষেই বহন করা হয় মাদক।

রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে করে গাঁজা পরিবহনের দায়ে দুইজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ।

আটকরা হলেন— রুবেল সরকার (৩৫) ও চালক সুমন মিয়া (২৪)।

রোববার (৩ জানুয়ারি) মাতুয়াইল এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে গাঁজাসহ তাদের আটক করা হয়। এসময় ৪৮ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর মিন্টুরোডে ডিবি অফিসের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, ‘জব্দ করা কাভার্ডভ্যানের ভেতরে অভিনব কৌশলে একটি গোপন কামরা তৈরি করা হয়েছে। গাড়ির ড্যাশবোর্ড থেকে বিশেষ একটি ইলেকট্রিক সুইচের মাধ্যমে ওই কামরার অটোমেটিক হাইড্রোলিক দরজা খোলা হয়। মাদক পরিবহনের জন্য গাড়ির ভিতরের ওই গোপন কামরাটি ব্যবহার করা হচ্ছিলো। আটকরা ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। ’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘যে সব মাদক ব্যবসায়ী মাদক পাচারের জন্য বিভিন্ন ধরনের অভিনব কৌশল অবলম্বন করছে, আমরা তাদের পর্যবেক্ষণে রেখেছি। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো তথ্য পেলেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। ’

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
পিএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।