ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

পি কে হালদারের ঘনিষ্টজন শংখ বেপারী দুদকের হাতে গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
পি কে হালদারের ঘনিষ্টজন শংখ বেপারী দুদকের হাতে গ্রেফতার

ঢাকা: পি কে হালদারের টাকার খোঁজে তার ঘনিষ্টজন শংখ বেপারীকে গ্রেফতার করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৪ জানুয়ারি) দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করেন উপ পরিচালক সালাউদ্দিন।

এর আগে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদারের টাকার খোঁজে তার ঘনিষ্টজন ব্যবসায়ী শংখ বেপারীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সোমবার দুপুর ১২ টা থেকে সেগুনবাগিচা দুদক কার্যলয়ে শুরু হয় এ জিজ্ঞাসাবাদ। দুপুর ২টায় এ বিষয় বিস্তারিত কথা বলবেন দুদক সচিব।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।