ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
উখিয়ায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে আহত সাদ্দাম হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত সাদ্দাম উখিয়ার কুতুপালং ধইল্যাঘোনা গ্রামের আমির হোসেনের ছেলে এবং কোরআনে হাফেজ বলে জানা গেছে।

সাদ্দামের বাবা আমির হোসেন জানান, শনিবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধইল্যাঘোনা মসজিদের সামনে একই এলাকার আবদুল ওহাবের ছেলে মুসলিম উদ্দিন হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতাবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আমার ছেলে মারা যায়।

এ ঘটনায় শনিবার (২ জানুয়ারি) মুসলিম উদ্দিনকে আসামি করে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মনজুর মোরশেদ বলেন, অভিযোগ পেয়েছি। আসামি ধরতে পুলিশি চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।