ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় ট্রেনে কাটা পড়ে কাজী আসাদুল খন্দকার (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার সান্তাহার রেলস্টেশনের অদূরে মালশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আসাদুল আদমদীঘি উপজেলার সান্দিড়া গ্রামের মৃত মকলেছুর রহমানের ছেলে।

রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরের মালশন গ্রাম এলাকায় রেললাইনের ওপর দিয়ে পার হচ্ছিলেন যুবক আসাদুল। এসময় ট্রেনে কাটা পড়ে ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সান্তাহার রেলওয়ে থানার ভ্যারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কুয়াশায় ট্রেনটি দেখতে না পাওয়ায় ফাঁকা স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।